এই বইটি লেখার জন্য লেখককে প্রথম আগ্রহী করেন তাঁর স্নাতকস্তরের সহপাঠী এবং বর্তমানে দেশের বিশিষ্ট তাপবিদ্যুত্ সংস্থার রক্ষণাবেক্ষণ বিভাগে নিযুক্ত বরিষ্ঠ আধিকারিক শ্রী দেবাশীষ ভট্টাচা্র্য্য। যদিও লেখার কাজ শুরুর বিশেষ অনুপ্রেরণা আসে লেখক যখন ভারত সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগের আহ্বানে শিল্পোদ্যোগ বিষয়ে প্রশিক্ষণ দেবার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভ্রমন করেন। ঐ সকল ছোট ও মাঝারি শিল্পোদ্যোগীদের কাছে আধুনিক ব্যবস্থাপনা তত্বকে সহজ কিন্তু রীতিবদ্ধভাবে পরিবেশন করা এই বইটির একটি বিশেষ উদ্দেশ্য।লেখক তার শিক্ষা ও অভিজ্ঞতাপ্রসূত জ্ঞান যা এই বই লিখতে সাহায্য করেছে তার জন্য সকল শিক্ষকমহাশয়গন, সহপাঠী, বন্ধু, সহকর্মী সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ ভাবে উল্লেখ্য দীপ্ত চক্রবর্তী, অনিরুদ্ধ রাহা, অনীত ঘোষ, অরূপ মুখার্জী ও দেবাশীষ ভট্টাচা্র্য্য যাদের বিশেষ ভাবনা চিন্তা এই বইটিকে পরিশীলিত ও সংশোধনে সাহায্য করেছে। অবশ্যই বইটিতে যা তত্ত্ববিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়েছে তাতে যদি কোন ভুল বা ভ্রান্তি থাকে তার সকল দায়িত্ব একান্তই লেখকের।